বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন কার্টিস প্যাটারসন। প্রস্তুতি ম্যাচে ঝাঝালো পারফরম্যান্সের জন্যই তাকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
এ ব্যাপারে প্যাটারসন বলেন, ‘আমি মনে করি ব্যাটে বলে দারুণ হওয়ায় এই মুহুর্তে আমি ভালো অবস্থানে রয়েছি। আর এজন্যই আমি দলে ডাক পেয়েছি। অস্ট্রেলিয়া দলে অভিষেকের জন্য ডাক পাওয়ায় আমি সত্যিই আনন্দিত। এর জন্য এ সপ্তাহে বেশ পরিশ্রম করতে হয়েছে। তবে বৃহস্পতিবার আমি একাদশে সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবো।’
উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছেন প্যাটারসন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.