বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেক্স: প্রায় ১২ বছর অপেক্ষার পর ধর্ষণের বিচার পেলেন এক নারী। ঘটনার সময় তার বয়স ছিল ১৩ বছর। এখন বয়স ২৫। ২০০৯ সালে রংপুরের মধ্য বিন্নাটারিতে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। সেই মামলার আসামি আইনুল হকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকার অর্থদণ্ড দিয়ে গতকাল দুপুরে রায় ঘোষণা করেছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাবিদ হোসেন এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, আসামি আইনুল হক ২০০৯ সালের ১ মার্চ শিশুটিকে জোড় করে একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে রংপুর মেডিক্যালে ভর্তি করে এলাকাবাসী।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ পিপি খন্দকার রফিক হাসনাইন। তিনি জানান, এ ঘটনার ৮ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। মামলার যাবতীয় কার্যক্রম শেষে আদালতের দেওয়া রায়ে সন্তুষ্টি জানিয়েছে বাদীপক্ষের আইনজীবী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.