বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহবান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী এক মাসের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে ।
তিনি বলেন, এই ধরনের আন্দোলনে অনেক সময় বাইরের লোক ঢুকে যায় ।সে বিষয়টি কঠোরভাবে মনিটর করছে সরকার।
বুধবার (৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, নতুন বেতন কাঠামোর কারণে কোনো শ্রমিকের বেতন কমে গেলে তা আগামি মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে। নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক ও মালিক পক্ষের ৫ জন করে প্রতিনিধি এবং বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর শ্রমিকদের বেতনের সমস্যার বিষয়টি সমাধান করা হবে।
এক সপ্তাহ ধরে ন্যূনতম মজুরির দাবিতে রাজধানীর উত্তরা, সাভার ও আশুলিয়ার এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। তারই ধারাবাহিকতায় সাভার ও আশুলিয়ায় বুধবারও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.