নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতী হাজী অাজহারুল ইসলাম সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ...
গত ৩০/০৪/২০২০ ইং তারিখে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগরের সদস্য মোহাম্মদ রাব্বিকে সন্ত্রাসীরা হত্যার প্রচেষ্টায় নির্মমভাবে আহত করার গটনায় ০৪/০৫/২০ ইং রাতে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির ও তদন্ত অফিসার এস অাই ভ্রজগোপাল কর্মকারের নেতৃত্বে প্রধান আসামীসহ ৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
সার্বিক ভাবে সহযোগিতা করে প্রশাসনের দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সভাপতী হাজী অাজহারুল ইসলাম সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দরা চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির ও তদন্ত অফিসার এস অাই ভ্রজগোপাল কর্মকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে। এই ঘটনায় হাজী অাজহারুল ইসলাম বলেন ঘটনার গটার পর খুব অল্প সময়ের মধ্যে চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির সাহেবের নির্দেশে তদন্ত অফিসার এস অাই ভ্রজগোপাল কর্মকারের নেতৃত্বে খুব কৌশল অবলম্বন করে অাসামীদের অাইনের অাওতায় অানা হয়।
সেই সাথে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগর ও জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। যাহাতে অাসামীরা সর্বোচ্চ শাস্তি পায় তাহার জন্য অাইন শৃংখলা বাহিনীর প্রতি ও কর্তব্যরত চন্দ্রীমা থানা পুলিশ ভাইদের প্রতি অাশা ব্যাক্ত করেছেন।
আশা করা যাচ্ছে আদালত অপরাধীদের তদন্তের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.