বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এতদিন সমান পাঁচবার করে পুরস্কারটি জয়ের রেকর্ড ছিল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর।
যদিও বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকার এই পুরস্কারে বেশ বিস্মিতই হয়েছেন তার মা সেলিয়া কুচ্চিট্টিনি। তিনি জানান, মেসির এবারের ব্যালন ডি’অর জয় আশা করেননি।
সিএনএন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে কুচ্চিট্টিনি বলেন, ‘তার অর্জনগুলো আমাদের প্রতিদিন বিস্মিত করে। আমি খুবই খুশি। আমরা অবশ্য তার এই পুরস্কার জয় আশাও করিনি।’
তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম তার পঞ্চম (ব্যালন ডি’অর) পুরস্কারটিই শেষ। সে আমাদের সারপ্রাইজই দিল।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.