বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। টুইটারে শুক্রবার দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এর মধ্যে একজন ৭৮ বছর বয়সী সৌদি নাগরিক রয়েছেন, তিনি ইউরোপ থেকে এসেছিলেন। কভিড-১৯ এ সংক্রমিত ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যান। মারা যাওয়া ৫৮ বছর বয়সী অপর ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। তার হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ২ লাখ ৭২ হাজার আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ৩১০ জনের।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.