বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংলাপের ফলাফল তো আমরা দেখেছি। কোনো প্রতিফলন তো দূরের কথা, সে সংলাপের কারণে দেশের গণতন্ত্র বা নির্বাচনী প্রক্রিয়াতে কোনো ধরনের সুফল বয়ে এনেছে, এটা তো কেউ দেখতে পায়নি। ফলপ্রসূ না হলে বার বার সংলাপ করে কোনো লাভ নেই।
রোববার এ প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা বলেন, দেশ তো কিছু পায়নি সংলাপ থেকে। যে নির্বাচন পেয়েছে তাতে লজ্জাকর একটা অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, দেশে একটা সংবিধান আছে, সংবিধানে মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসনের কথা বলা হয়েছে, এগুলো থেকে ব্যত্যয় ঘটিয়ে সংলাপ করে কিছু অর্জন করা যাবে না।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.