বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : নাট্যঙনে নতুন মুখ " জুয়েল ইসলাম " তিনি কিছু দিন আগে নাগরিক টেলিভিশনের প্রযোজনায় কচি খন্দকারের রচনায় ও পরিচালনায় বাঙি টেলিভিশন নাটকের মধ্যে দিয়ে নাট্য জগতে পা রাখেন, এর পর তিনি কয়েকটি ছোট গল্পে মূল চরিত্রে অভিনয় করে, তার অভিনীত ছোট নাটক গুলো দর্শক মহলে দারুন ভাবে সাড়া পেলে প্রশংসিত হন। জুয়েল ইসলাম বলেন সকলের ভালোবাসা এবং দোয়া পেলে সামনে এগিয়ে যেতে পারবো "ইনশাআল্লাহ " দর্শকদের কে আরো ভাল ভাল কাজ উপহার দিতে পারবো।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.