বিএনপি একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসী দল কিভাবে জনগণের কাছে ভোট চায় সেটা আমার জানা নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
রোববার (২০ আগস্ট) বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, কানাডার আদালত ১ বার নয় ২ বার ৫ বার বিএনপিকে সন্ত্রসী দল হিসেবে আখ্যায়িত করেছে। সর্বশেষ আমেরিকাও এই দলকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছে। যেই দল সন্ত্রাসী দল তারা কিভাবে জনগণের কাছে ভোট চায় সেটা আমার জানা নাই। সন্ত্রাসীরা কখনো ক্ষমতায় আসতে পারে নাই আর আসতে পারবেও না।
তিনি বলেন, বিএনপি একটি খুনি দল। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, তার স্ত্রী খালেদা জিয়া এবং তার পুত্র তারেক জিয়া জননেত্রী শেখ হাসিনাকে শতবার হত্যার চেষ্টা করেছে। আল্লাহর রহমতে আর আপনাদের দেয়ায় তিনি বেচেঁ আছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় হাওয়া ভবন থেকে সরাসরি জড়িত ছিলেন খালেদা জিয়া এবং তার পুত্র তারেক জিয়া। এই সন্ত্রাসী দল যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে পিছিয়ে যাবে।
তিনি আরো বলেন, তাই আজকে আমাদের শপথ নিতে হবে আগামী আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে এবং তার এই উন্নায়নের ধারা অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা দেশ থেকে পালিয়ে যাবে আমরা নিশ্চিন্তে এই বংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.