বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : আজ বৃহস্পতিবার সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ৮ নম্বর কক্ষে ফিকহ্ ২য় পত্রের পরীক্ষা চলেছে সবাই পরীক্ষায় দিচ্ছে শুধু নেই নুসরাত জাহান রাফি। খালি পড়ে রয়েছে তার সিটটি রাফির রোল নম্বর ১৪৯৬১৪ এই আসনে বসে আর পরীক্ষা দেওয়া হবেনা। গতকাল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সবাইকে কাদিতে চীর বিদায় নিয়ে চলে গেছেন রাফি।
সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব নূরুল আফছার ফারুক গণমাধ্যমকে জানান আজ সকালে পরীক্ষা দিয়ে এসে কান্নায় ভেঙে পড়েন রাফির সহপাঠীরা। কোনোভাবেই তারা রাফির অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না।
পরীক্ষার্থীদের মতো আমরা তার এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছিনা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আমিন বলেন আমরা খোঁজ নিয়ে জেনেছি রাফি অন্যায়ের প্রতিবাদী ও মেধাবী একজন ছাত্রী তার এই মৃত্যুতে আমরা প্রচণ্ড শোকাহত।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.