জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে পরিবেশ সম্মত উপায়ে সবুজ ভবন নির্মাণ নিয়ে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞান সভার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (১৭.০২.২০২২ খ্রিঃ) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৩৫ জন সহকারী প্রকৌশলী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
ঢাকা আঞ্চলিক লোক—প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণকারী প্রকৌশলীগণ তাঁদের প্রশিক্ষণের অংশ হিসেবে ঐ দিন বিজ্ঞান জাদুঘর পরিদর্শন শেষে আয়োজিত এ বিজ্ঞান বক্তৃতায় বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবুজনগরী নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। এ বক্তৃতায় অংশগ্রহণ করেন সহকারী প্রকৌশলী মোঃ খালিদ হোসেন, মোঃ নাজমুস সাকিব এবং মোঃ সরোয়ার হোসেন ।
স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান জাদুঘরের সিনিয়র কিউরেটর জনাব এ. কে. এম. লুৎফুর রহমান সিদ্দীক। অনুষ্ঠানে সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ শুধু বড় বড় ভবন নির্মাণেই উন্নয়নের সার্থকতা নয়। প্রতিটি ভবনে পর্যাপ্ত উন্মুক্ত স্থান, বৃক্ষরোপন, ছাদে বৃষ্টির পানি সংরক্ষণ এবং পুনঃচক্রায়ন, বিদ্যুৎ, পানি ও জ্বালানির সর্বনিম্ন ব্যবহার, নির্বিঘ্ন বায়ু চলাচল, সূর্যালোক ও প্রাকৃতিক তাপশক্তি দিয়ে ভবনের জ্বালানি চাহিদা মেটানো এবং বৈজ্ঞানিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই নগরী বিনির্মাণ এখন সময়ের দাবী। এ লক্ষ্যে তরুণ প্রকৌশলীদের মেধাকে কাজে লাগাতে হবে। তরুণ প্রজন্মের হৃদয়মূলে সবুজ প্রযুক্তির ধারণা গেঁথে দিতে হবে। প্রতিটি উন্নয়ন কাজের পেছনে পরিবেশবান্ধব চিন্তা ও সবুজ পরিকল্পনা থাকতে হবে। নতুবা নগর জীবন অভিশপ্ত হয়ে উঠবে।” অনুষ্ঠান শেষে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে অতিথিদের স্মারক উপহার প্রদান করা হয়।
ধন্যবাদ জ্ঞাপন মূলক বক্তব্য রাখেন সরকারের উপসচিব ও আঞ্চলিক লোক—প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের উপ—পরিচালক জনাব শাব্বির আহম্মদ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.