বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সিনিয়র সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত পৌনে ১টায় রাজধানীর গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে রক্ত জনিত রোগ মাইলো ফাইব্রোসেস (রক্তের ক্যানসার) এ আক্রান্ত ছিলেন। এর আগে ৮ জুলাই বেলা ১১টা থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০-এর দশকের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন। পাশাপাশি আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.