বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ধারাবাহিকভাবে পারফরমেন্স করে চলেছেন তিনি। তারই জের ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ বলে ১৬টি চারের সাহায্যে ১২৪ রানের দারুণ এক ইনিংস খেলার মধ্য দিয়ে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন সাকিব।
বিশ্বকাপে মাত্র ২৫ ম্যাচ খেলে সাকিব সংগ্রহ করেছেন ৯২৪ রান। আর এই রান করার পথে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দেশের কিংবদন্তি ক্রিকেটারদের ছাড়িয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
২১ ম্যাচে বিশ্বকাপে ৯১৫ রান করেন পাকিস্তানের সাঈদ আনোয়ার। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২০ ম্যাচে ৯০৭ রান করেন। ইংল্যান্ডের গ্রাহাম গুচ ২১ ম্যাচে ৮৯৭ রান করেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ২৫ ম্যাচে ৮৮৮ রান করেছেন। ভারতের রাহুল দ্রাবিড় ২২ ম্যাচে ৮৬০ রান, বীরেন্দ্রর শেহবাগ ২২ ম্যাচে ৮৪৩ রান, এছাড়া আজহার উদ্দিন ৩০ ম্যাচে ৮২৬ রান করেন। তাদের প্রত্যেককে সোমবার ছাড়িয়ে যান সাকিব।
তবে বিশ্বকাপের ইতিহাসে ৪৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ২ হাজার ২৭৮ রান করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.