বুধবার ২২ জানুয়ারি ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জানুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাগরামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০২ টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, ০২ টি ককটেল, ০১ টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সহ ০২ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ মাসুম বিল্লাহ (৪৫) ও মোঃ শফিউল্লাহ খাঁ (৩০) সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামের বাসিন্দা।
তিনি আরও বরেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.