বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : দিলজিৎ দোসাঞ্জ অভিনীত 'অর্জুন পাতিয়ালা' ছবিটি পেয়েছে ২৬ জুলাই। আর এতে বিপদে পড়েছেন দিল্লির পুনিত আগরওয়াল নামের এক ব্যক্তি। ছবির আইটেম গানে নেচেছেন সানি লিওন। গানের শেষে ছবির নায়ক দিলজিৎকে নিজের ফোন নাম্বার দেন তিনি। এ ক্ষেত্রে সাধারণ ভুয়া নম্বর বা অব্যবহৃত নাম্বার দেয়া হয়। কিন্তু সেটিকে সত্য ভেবে সবাই এখন সানি লিওনের সঙ্গে কথা বলতে ফোন করছেন।
কাকতালীয়ভাবে নাম্বারটি মিলে গেছে পুনিত আগরওয়ালের নাম্বারের সঙ্গে। তিনি জানান, প্রতিদিন ১০০-১৫০০ এর মতো কল আসছে। সবাই সানি লিওনের সঙ্গে কথা বলতে চাইছেন। আবার অনেকে নানা ঈঙ্গিতপূর্ণ এবং অশালীন আবদার করছেন। কেউ আবার ভিডিও কলে সানি লিওনের সঙ্গে আলাপ করতে চাইছেন।
পুনিত অতিষ্ঠ হয়ে পুলিশেও অভিযোগ করেছেন। তবে খুব একটা লাভ হয়নি। তিনি এতটাই বিরক্ত যে ছবির নির্মাতা কর্তৃপক্ষকে তিনি আদালত পর্যন্ত নিতে চান বলেও দাবি করেছেন!
'অর্জুন পাতিয়ালা' ছবিটি নায়িকার ভূমিকায় আছেন কৃতি শ্যানন এবং নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বরুন শর্মা। সূত্র: হিন্দুস্থান টাইমস
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.