চাদঁপুর জেলা মতলব উওর উপজেলা – ৯নং জহিরাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, আলহাজ্ব জনাব আলী আক্কাস বাদল সাহেব
আর আমাদের মাঝে বেঁচে নেই।
দীর্ঘ দিন অসুস্থ থাকার পর অদ্য ভোর ৪ঃ টার সময় ঢাকায় ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি।
। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন কার্যনির্বাহী সদস্য কাফরুল থানা আওয়ামীলীগ যুবলীগ নেতা, ঢাকা মহানগর উত্তর ও কার্যনির্বাহী সদস্য, আওয়ামী যুবলীগের জেড.এ. এম. কামরুল হুদা লিটন
তিনি তার শোক বার্তায় মরহুমের মাগফিরত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান । সেই সাথে মরহুমের জন্য বিশেষ দোয়াও কামনা করেন । তিনি তার শোক বার্তায় মরহুমের সকল গোনাহ মাফ করে মহান আল্লাহ্ পাক যেন তাকে কে জান্নাত বাসি করেন সেই কমনা করেন । এছাড়া আল্লাহ্ পাক সকল বিপদ থেকে সকলকে হেফাজত করা সহ নেক হায়াত ও নেক আমল করার তৈফিক দান করুন সেই কামনায় আমিন । আল্লাহ্ পাক আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যু দেন আমিন ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.