শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের প্রচেষ্টায় শরীয়তপুরের সখিপুর থানাধীন আরো একটি মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে রুপান্তরিত করা হয়েছে। তিনি ঐ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। গত ১৫ জুলাই শিক্ষামন্ত্রনালয়ের সচিব জনাব আনোয়ারুল হক স্বাক্ষরিত একটি স্বারকলিপিতে চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়কে কলেজে হিসেবে পাঠদানের অনুমতি দেয়া হয়। ফলে উপমন্ত্রী এনামুল হক শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয় শিক্ষার্থী, ছাত্র-ছাত্রী, অবিভাবক ও সাধারণ লোকজন।
পরে ঐ স্মারকলিপির কপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক, শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব ও নবঅনুমোদিত কলেজটির অধ্যক্ষের কাছে পাঠানো হয়।
জাতির জনকের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি কলেজে রুপান্তরিত করা এ এলাকার লোকজনের প্রাণের দাবি ছিল। অবশেষে একেএম এনামুল হক শামীমের প্রচেষ্টায় বিদ্যালয়টি কলেজে রুপান্তরিত হলো।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.