আসিক সরকার : রাতের নিঃস্তব্ধতায় আর দিনের আলোয়ে মধ্যবিত্ত পরিবার গুলো ক্ষুদার যন্ত্রণা সঙ্গে নিয়ে বিছানায় পিঠ লাগিয়েছে ঠিক তখনই ঘরের সম্মুখ দরজায় কে যেন ঠোক মেরেছে, নীরবে নিভৃতে মানুষের মাঝে নিজ অর্থায়নে উপহার সামগ্রী দিলেন মতলব উঃ উপজেলার উপদেষ্টা বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ চাঁদপুর মোঃ হাবীব উল্লাহ প্রধান ,
প্রতিটা প্যাকেট ছিল চাউল-৫কেজি,বুট-১কেজি,চিনি-১কেজি,আলু-২কেজি,পিয়াজ-১কেজ,ডাল-১কেজি,তেল-১লিটার,লবন-আধা কেজি,লেবু-২ টা,মুরগি- ১ টা,মসলা- ১ টা।
এসময় মোঃ হাবীব উল্লাহ প্রধান সাক্ষাৎ কালে বলেন মতলব উঃ উপজেলার কৃতি সন্তান আওয়ামীলীগ পরিবারের মানুষ ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের এ আর হারুন রশীদ বাঘ কে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ চাঁদপুর জেলা সভাপতি ।
তাই আমার যতটুকু সামর্থ্য ছিল ব্যক্তিগত অর্থায়নে অসহায় মানুষের মাঝে সামান্য খাবার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি ” জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের এই কর্মকাণ্ড অব্যহত থাকবে। তিনি আরো বলেন সকলের সহয়োগীতায় আমরা এ কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবো, এজন্য প্রত্যেকের সহযোগিতা কাম্য। দেশের যে কোন ক্রান্তিলগ্নে দেশ সেবায় নিয়োজিত ছিলাম, আগামী দিনগুলোতেও আমি দেশের জন্য,জনগনের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। সবাই নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং জনসমাগম এড়িয়ে চলে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাই। বাসায় থাকি, নিরাপদ থাকি! শুভেচ্ছান্তে, মোঃ হাবীব উল্লাহ প্রধান, উপদেষ্টা মতলব উঃ উপজেলা চাঁদপুর জেলা বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.