শামসুজ্জামান ডলার : পরম প্রেমময় ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৫ তম আবির্ভাব জন্মষ্টামী উৎসব উপলক্ষে মতলব দক্ষিন উপজেলার মেহারনে আনন্দ মিছিল ও নৌ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল ২৩ আগষ্ট বিকালে উপজেলার বোয়ালজুড়ি খালের মেহারন থেকে আলিয়ারা হয়ে মাছুয়াখাল পর্যন্ত এ নৌ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।
নৌ শোভা যাত্রায় বিশটি ট্রলার ও কয়েকটি নৌকা অংশগ্রহন করে। এর আগে আনন্দ মিছিলে প্রায় দুই হাজার ভক্ত অংশগ্রহন করেন। এ সময় মেহারন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারি জিউ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ কৃন্ষ দাস ব্রক্ষ্মচারী, মেহারন শ্রী শ্রী জগন্নাথ বলদেব শুভদ্রা জিউ মন্দিরের পূর্ন নির্মান কমিটি সাধারন সম্পাদক বাবু ভরত দাস সাধু, দপ্তর সম্পাদক শ্রীপাদ পতিবানু (পার্শ্বনাথ) দাস ও নিত্যসেবা (সত্য ব্যাংক) উদ্দেক্তা বাবু প্রান কৃষ্ণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতি,ধর্ম-বর্ণ সকল নির্বিশেষে সকলকে কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.