প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০১৯, ৫:০৭ অপরাহ্ণ
মতলব উত্তরে জাতীয় শিক্ষা সপ্তাহে মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কামরুজ্জামান হারুনঃ চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লা প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান।
আরো বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ পারভেজ, ফরাজীকান্দি উয়েসীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আতাহার করিম মুজাহিদ, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর আহমদ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম’সহ কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.