জহিরুল হাসান মিন্টুঃ "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)" এর কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে।
২৯ মে শনিবার বিকালে মতলব উত্তর উপজেলা পরিষদ সংলগ্ন প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে এখলাছপুর ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে সাদুল্যাপুর ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ন হয়।
২য় কোয়ার্টার ফাইনালে ফরাজীকান্দি ইউনিয়ন ও দুর্গাপুর ইউনিয়নের মধ্যকার খেলা নির্ধারিত সময়ে ১-১ গোরে সমতা থাকে। পরে ট্রাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে দুর্গাপুর ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ন হয়। তবে ২য় কোয়ার্টার ফাইনালটি ছিল চরম উত্তেজনাপূর্ন।
প্রথম খেলা পরিচালনা করেন জাকির হোসেন,শাহিন আলম ও আব্দুর রহিম এবং ২য় কোয়ার্টার ফাইনাল পরিচালনা করেন শাহিন আলম, আক্তার হোসেন ও আব্দুর রহিম।
খেলার ধারা বর্ননায় ছিলেন লোকমান হোসেন। প্রতিটি ম্যাচেরই ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার স্পন্সার করেছেন মা-বাবার দোয়া সার্ভিসিং সেন্টার ও হিরো শো রুম। টুর্নামেন্টের প্রতিটি খেলাতেই প্রচুর দর্শকোর সমাগম ঘটে।
খেলায় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একে আজাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন মতলব উত্তর উপজেলার সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা সমবায় অফিসার ফারুক আলম , উপজেলা নির্বাহী অফিসারের সিএ আমিনুল ইসলাম, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য মুছা মিয়া প্রমূখ।
ছবি ক্যাপশনঃ-মতলব উত্তরে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.