প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৫:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০১৯, ১২:৫৫ অপরাহ্ণ
মতলব উত্তরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

শামসুজ্জামান ডলার ঃ মতলব উত্তরে ৪৮ তম জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে সম্পন্ন হয়েছে।
৮ জানুয়ারি মঙ্গলবার প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খান, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অ্যাড.শহীদ উল্লাহ প্রধান, সাধারন সম্পাদক সরকার আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক ঢালীকামরুজ্জামান হারুন।
সমাপনী দিনে আরো উপস্থিত ছিলেন কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এনামুল হক, লুধুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, লবাইর কান্দি আলআমিন আলিম মাদরাসা অধ্যক্ষ ওয়ালিউল্লাহ সরকার, ছেংগারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমেদ, চর কালিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দলিল উদ্দিন, নাউরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খান মোঃ শাহ আলম, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, নিশ্চিন্ত পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্লাহ, শিকারী কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, নন্দলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, মাথা ভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারুকুল ইসলাম, ওটারচর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, চর পাথালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি সিদ্দিক প্রমুখ ।

খেলার বিভিন্ন ইভেন্ট পরিচালনায় ছিলেন নাউরী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আকতার হোসেন,পাচআনী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলাম, ওটারচর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম হায়দার মোল্লা,চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নাছির উদ্দিন শাহ, নিশ্চিন্ত পুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিদ্যা ভুষন বিশ্বাস, ছেংগার চর সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সিরাজুল ইসলাম,লুধুয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জানিবুল হক, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মামুন দর্জি, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখ সাদী, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফজলুল হক, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, বাগানবাড়ি আইডিয়াল একাডেমী ক্রীড়া শিক্ষক আল আমিন, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.