শামসুজ্জামান ডলার ঃ মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
গত ২৬ ফেব্রুয়ারী তিনি উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সোহরাব হোসেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
পরে ২৮ ফেব্রুয়ারী যাচাই বাছাইয়ের পর জাপার প্রার্থী সোহরাব হোসেন প্রার্থীতা প্রত্যাহারের জন্য লিখিত আবেদন করেন। সোহরাব হোসেনের আবেদনপত্র গৃহীত হলে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হবেন এমএ কুদ্দুস।
চেয়ারম্যান পদে এ দুইজনই মনোনয়নপত্র দাখিল করেছেন। এমএ কুদ্দুস দীর্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আসছেন। এরআগে তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। রাজনীতির শেষ মূহুর্তে এসে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.