
সোমবার (৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় ঝুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা সারুলিয়ার পূর্ব বক্সনগর এলাকায় স্বামী, দুই সন্তানসহ পরিবার নিয়ে থাকতেন ওই নারী।
তার স্বামী ট্রাকচালক শাকিল জানান, বিভিন্ন কারণে পারিবারিক কলহ ছিল তাদের। দুদিন আগেও ঝুমা ৪৭টি ঘুমের ট্যাবলেট সেবন করেছিলেন। তখন হাসপাতাল থেকে তাকে চিকিৎসার পর বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার বাসার সবার অগোচরে তার রুমের ভেতর গলায় ফাঁস দেন তিনি। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: মোটরসাইকেল কিনে না দেয়ায় গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.