প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২০, ৫:০৬ অপরাহ্ণ
রাতের আধাঁরে গোপনে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পমন

করোনা ভাইরাসের কারনে আজ সারা দেশ অঘোষিত লকডাউন। ইতিমধ্যে চাঁদপুর জেলাকে প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। এমতাবস্থায় দিনমজুর সহ মধ্যবিত্তদের সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বিশেষ করে সমস্যায় পড়েছে মধ্যবিত্ত সমাজের লোক। তারা ঠিকমত এখন খাবার পাচ্ছে না।
চক্ষুলজ্জার কারণে ত্রাণ নিতে আসতে পারেননি এমন মধ্যবিত্ত পরিবারের মাঝে লিস্ট করে করে রাতের আধাঁরে ত্রাণ বিতরণ করছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকাতিয়ার সাবেক সভাপতি, মো.আনফাল সরকার পমন।
চাঁদপুরের মতলব দক্ষিণে নিজ উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে রাতের আধাঁরে গোপনে ত্রাণ দিচ্ছেন এই মানবিক ছাত্র নেতা।
ছাত্রনেতা আনফাল সরকার পমন বলেন, আমরা খাদ্যসামগ্রীর ব্যাগ দরজার সামনে রেখে কড়া নাড়ি। এরপর ভিতর থেকে কারো সাড়া পেলে বলি, দরজার সামনে একটা ব্যাগে কিছু খাবার আছে। এরপর ওনারা দরজা খুলতেই আমরা চলে আসি। এভাবে গোপনীয়তা বজায় রেখে অভাবী মানুষদের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
তিনি আরো বলেন, মধ্যবিত্ত শ্রেণির মানুষরা চক্ষুলজ্জার কারণে নিজেদের অভাবের কথা বলতে পারেন না। মধ্যবিত্ত এই অভাবী মানুষগুলো যেন অভুক্ত না থাকে তাই এই উদ্যোগ নেয়া হয়েছে। অন্য সব সাধারণ ত্রাণ বিতরণের পাশাপাশি এই উদ্যোগও চলমান থাকবে বলে জানান তিনি।
দেশের এই ক্রান্তিলগ্নে সামর্থ্য অনুযায়ী ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.