বিশ্ববিদ্যালয় পরিক্রমা প্রতিনিধি : রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দায়িত্ব পালনকালে বোমার বিস্ফোরণে পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন এএসআই শাহাবুদ্দন ও কনস্টেবল আমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার রাত ৯ টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। দুই পুলিশ সদস্যের পা ও হাতে গুরুতর জখম হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত এএসআই শাহাবুদ্দিন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের প্রোটকল অফিসার হিসেবে কমর্রত আছেন। রাস্তায় ট্র্যাফিক জ্যাম থাকায় তিনি মন্ত্রীর গাড়ী থেকে নেমে জ্যামের কারন জানতে গেলে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা পৌঁছান। এ ঘটনার পর তাৎক্ষণিক ভাবে রাস্তার চারদিক ঘিরে ফেলা হয়েছে।
শনিবার রাতে রমনা জোনের উপ পুলিশ কমিশনার ( ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, “বোমা কারা মেরেছে তা এখনও নিশ্চিত নয়। বোম ডিসপোসাল ইউনিট কাজ করছে। বোমার ধরণ এই মুহুর্তে বলা যাচ্ছে না”।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.