পরিক্রমা ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ আলী মিয়াকে। ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি। মাহবুবুর রহমান অবসরে গেছেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আলী মিয়াকে এই দায়িত্ব দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। মোহাম্মদ আলী মিয়া ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.