নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সংগীতশিল্পী সুবীর নন্দীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে তাকে। ২৯ এপ্রিল এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে এ শিল্পীকে।
রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয় এ তথ্য। এছাড়াও সুবীর নন্দীর চিকিৎসার সব দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
এর আগে গত ১৪ এপ্রিল শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলে সুবীর নন্দীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএএইচ) ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে পুনরায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের চেষ্টার পরে হৃদযন্ত্র সচল হলে নন্দিত এই সংগীতশিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন সুবীর নন্দী।
গত ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান সুবীর নন্দী। সেখান থেকে ঢাকায় ফেরার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল এসেই ট্রেনের ভেতর অসুস্থ হয়ে পড়েন। তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে বিমানবন্দর রেল স্টেশনে নামার পর দ্রুত সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় সুবীর নন্দীকে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.