বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :‘সিঙ্গেল মাদার’ জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। আসছে নারী দিবসের জন্য ‘সিঙ্গেল মাদার’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা যাবে এই অভিনেত্রীকে। দর্শকের পাঠানো গল্পে এটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। আরটিভির তিন দিনের বিশেষ ‘প্রেরণায় নারীর গল্প’-এর শিরোনামের আয়োজনে এটি নির্মিত হলো। এতে মমর সহশিল্পী হিসেবে আছেন ইরফান সাজ্জাদ। পরিচালক প্রীতি দত্ত বলেন, আগামী ৯ই মার্চ রাতে আরটিভিতে নাটকটি প্রচার হবে। নারী দিবস নিয়ে এই নাটকটি নির্মাণ করেছি। নারীদের বেশ কিছু বিষয় এই নাটকে দেখানোর চেষ্টা করেছি।
মম বলেন, এই নাটকে বেশ কিছু বাচ্চার সঙ্গেও আমাকে কাজ করতে হয়েছে। মূলত একজন নারীর স্বাধীনতার গল্পও বলা হয়েছে। বিয়ের পর যার সংসারে দ্বন্দ্বের শুরু হয়। তারপর সে কীভাবে এটা মোকাবিলা করে তা দেখানো হবে। এই নাটকের গল্পটি আমাদের নারী সমাজের গল্প। আমাদের সমাজ বাস্তবতার গল্প বলতে পারি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.