বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক পদে একরামুল হক নির্বাচিত হয়েছেন। শনিবার শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।
জেলার মোট ৩৩২ ভোটের মধ্যে সভাপতি পদে রাশেদ ইউসুফ জুয়েল ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক এমদা ১১৪ ভোট পেয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে একরামুল হক (১৮৩) ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান সোহেলকে (১৪৭) পরাজিত করেছেন।
ভোট গণনা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী রাশেদ ইউসুফ জুয়েলকে সভাপতি ও একরামুল হককে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.