সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক আবু আহমদ ছিদ্দিকীকে সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্ব দিয়েছে সরকার।
অতিরিক্ত সচিব ছিদ্দিকীকে ওই দায়িত্ব দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা মো. মোশাররফ হোসেনকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক তরুণ কান্তি শিকদারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.