বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডকাসু) হামলার সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডাকসুতে হামলার ঘটনায় জড়িতদের ধরা হবে এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে। ভিডিও ফুটেজ আসুক খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানতে পারবেন।
এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়ানক ছোবল থেকে বাঁচাতে সবাইকে সচেষ্ট হয়ে কাজ করতে হবে। আমাদের আগামীর প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাবে এটা আমরা চাই না। কাজেই আমাদের সকলকে এ বিষয়ে সচেষ্ট থাকতে হবে। যাতে আমাদের সন্তানরা নিরাপদে থাকে। তাদের সোনালী ভবিষ্যৎ নিশ্চিত হয়।
মন্ত্রী আরো বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে অবিরাম রাখতে প্রধানমন্ত্রীকে সকলের সহযোগীতা করা উচিত।
অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, শেরে বাংলা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.