বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন একটি সুগন্ধীর দোকান থেকে সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
অগ্নিকাণ্ডের খবর শুনে শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে আসেন তিনি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী ও নৌ বাহিনীর সদস্যরাও।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.