সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জঙ্গলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৯২ হাজার ৫'শ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবির কাপড় এবং কক্সমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি।
অদ্য ০৬ মার্চ ২০২৫ তারিখ সকালে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চারাগাঁও বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ী নামক স্থানে সীমান্ত পিলার-১২৯৪/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বর্ণিত স্থান থেকে মালিকবিহীন ভারতীয় ৫,১২৭টি শার্টপিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১,২৯৬ মিটার ব্লেজারের কাপড়, ২০,৪৩০ মিটার পাঞ্জাবীর কাপড় এবং ৯,০০০ পিস স্কীন সানরাইজ ক্রীম জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-২,০০,৯২,৫০০/- (দুই কোটি বিরানব্বই হাজার পাঁচশত) টাকা।
জব্দকৃত মালামাল সুনামগঞ্জ কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.