বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :নোয়াখালীর সুবর্ণচরের গণধর্ষণের ঘটনায় আজ মঙ্গলবার দুপরে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম রুবেল, রায়হান ও আরমান। বিষয়টি নিশ্চিত করেছেন সুবর্ণচরের চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদউদ্দিন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাদের লক্ষ্মীপুরের রামগতি থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের চর জব্বর থানায় রাখা হয়েছে। গতকাল সোমবারও একই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এদিকে, গণধর্ষণের শিকার গৃহবধূর আজ মঙ্গলবার নোয়াখালী জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জাতীয় নির্বাচনে পছন্দের প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে গত ৩০ ডিসেম্বর দিবাগত রাতে নিজ বাড়িতে গণধর্ষণের শিকার হন ওই গৃহবধূ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.