বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সদ্য বিদায়ী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুকে ব্যাথা অনুভব করায় তাকে সোমবার রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। শারিরীক চেক আপ শেষে রাতে বাসায় ফিরেছেন। এখন তিনি সুস্থ আছেন।
জাসদ সূত্রে জানা যায়, শারিরীক চেকআপ করাতে সন্ধ্যার পর রাজধানীর বারডেম হাসপাতালে যান হাসানুল হক ইনু। এরপর সেখান থেকে চেকআপ শেষ করে রাতেই বাসায় ফেরেন।
সদ্য বিদায়ী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে মহাজোটের মনোনয়নে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.