বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সৌদি আরবে শনিবার (৪ মে) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হচ্ছে আগামী সোমবার (৬ মে) থেকে।
সৌদি চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। খবর আরব নিউজ।
স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে প্রথম রোজা শুরু হয়ে থাকে। সাধারণত ভৌগলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা বা ঈদ হয় বাংলাদেশে। সে হিসেবে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে মঙ্গলবার (৭ মে) থেকে (সম্ভব্য)।
তবে সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক স্থানে ওইদিনই রোজা শুরু করেন অনেকেই।
বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে সেটা জানার জন্য রোববার (৫ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.