বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনা আতঙ্কে অনেকটা স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্বের কার্যক্রম। এর জের ধরেই দু সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবের সাথে অন্যান্য যেকোন দেশের বিমান চলাচল। শনিবার স্থানীয় গণমাধ্যম এ বিষয় নিশ্চিত করেছে।
শনিবার থেকে শুরু করে বিমানের এই ভ্রমণ নিষেধাজ্ঞা চলবে আগামী দু সপ্তাহ। তবে বিশেষ কোন প্রয়োজনে যেমন ছুটির দিন বা যারা ফ্লাইট স্থগিতের কারণে ফিরে আসতে পারছে না অথবা দেশে ফিরে আসার পর যদি তারা কোয়ারেন্টাইনে থাকেন তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে।
এ পর্যন্ত সৌদি আরবে ৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর বিশ্বে এ সংখ্যা এরই মধ্যে ৫ হাজার ছাড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.