প্রাণঘাতী করোনাভাইরাসের অসহায়দের সহায়তায় এগিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
ব্যক্তিগতভাবে সহায়তার পাশাপাশি নিজেদের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলেছেন তারা।
সিনিয়র খেলোয়াড় সাকিব-মুশফিকদের মত অন্যান্যরাও নিজেদের স্মরনীয় সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্বান্ত নিয়েছেন।
ইতোমধ্যে সৌম্য সরকারের একটি ব্যাট ও তাসকিন আহমেদেও একটি বল নিলামে বিক্রি হয়েছে।
অকশন ফর অ্যাকশন’-এ রোববার প্রায় দেড় ঘণ্টা ধরে চলা নিলামে সৌম্যর ব্যাটটি সাড়ে চার লাখ ও তাসকিনের বলটি চার লাখ টাকায় বিক্রি হয়েছে।
সৌম্য প্রথম টেস্ট সেঞ্চুরি করা ব্যাটটি এবং ওয়ানডেতে হ্যাটট্রিক করা বলটি নিলামে তুলেন তাসকিন।
নিলাম থেকে পাওয়া এই অর্থের পুরোটাই করোনাভাইরাস অসহায়দের সহায়তায় খরচ করা হবে।
‘অকশন ফর অ্যাকশন’-এর পক্ষ থেকে জানানো হয়, ব্যাট ও বল দু’টি কিনে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক। তবে ব্যাংকের নাম ঘোষনা করা হয়নি।
২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন সৌম্য।
এটি ছিল টেস্টে বাংলাদেশের পক্ষে যৌথভাবে দ্রুততম টেস্ট সেঞ্চুরি। তামিমও ৯৪ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন।
২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করেন তিনি।
২০১৭ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে হ্যাট্টিক করেন তাসকিন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.