বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান জানিয়েছেন, আল আমিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন তার স্ত্রী ইসরাত জাহান। লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পরই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য যেকোনো সময় আল-আমিনকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা তাকে থানায় ডাকা হতে পারে।
ইসরাত জাহান তার লিখিত অভিযোগে বলেছেন, আল আমিন বিভিন্নভাবে তাকে নির্যাতন ও মারধর করেছেন। বাচ্চাসহ তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আল আমিন অন্য এক নারীকে নিয়ে বাসায় আসতেন। সর্বশেষ ( ২৫ আগস্ট) ইসরাত জাহানকে মারধর ও যৌতুক দাবি করেন আল আমিন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.