স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, স্হানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে দেশের সামগ্রীক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে হবে।
তিনি আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে "উপজেলা ও ইউনিয়ন পরিষদে হস্তান্তরিত কার্যক্রম এবং বাস্তবতাঃগবেষনার আলোকে পর্যালোচনা" শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গনতন্ত্রে বিশ্বাসী বর্তমান সরকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। অবকাঠামো যোগাযোগ বিদ্যুতসহ সকল খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের মাথাপিছু আয় প্রায় দুই হাজার ডলারে উন্নীত হয়েছে। অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান। রূপকল্প-২০৪১ বাস্তবায়নে দেশের উন্নয়নের এধারা অব্যাহত রাখতে হবে। এজন্য সকলকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহন করতে হবে।
গনতন্ত্র বিকেন্দ্রীকরণে স্হানীয় সরকারের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে মন্ত্রী স্হানীয় সরকারের ক্ষমতায়নে ও শক্তিশালী করণে সম্মিলিত প্রয়াস চালিয়ে যেতে সংশ্লিষ্ঠদের প্রতি আহবান জানান।
গভার্নেন্স এডভোকেসি ফোরাম আয়েজিত এ সভায় সংসদ সদস্য এ্যারোমা দত্ত, গভার্নেন্স এডভোকেসি ফোরামের সমন্বকারী ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমএম আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.