বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : আজ রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহলটজ (Peter Fahrenholtz) সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও অর্থায়নের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। মেঘনা নদীর পানি এনে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পদুটিতে জার্মান আর্থিক সহায়তার বিষয়টি উল্লেখ করে তিনি মেঘনা নদীর দূষণ নিয়ে উদ্বেগের কথা জানান।
জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, জার্মানী বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। আগামী দিনগুলোতেও জার্মানীর সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। মন্ত্রী মেঘনা নদীর দূষণরোধে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ রাষ্ট্রদূতকে জানান। জার্মান রাষ্ট্রদূত এতে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পদুটিতে দ্রুত অর্থ ছাড় করার ব্যবস্থা নিবেন বলে মন্ত্রীকে আশ্বশ্ত করেন।
জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে প্রকৌশল খাতে বিশেষত ভারী শিল্পে জার্মান বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী। এ ব্যাপারে মন্ত্রী তাদের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এসময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিষয়ক উপপ্রধান মিজ কারেন ব্লুম (Caren Blume) উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.