বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় যুক্তরাজ্যের লন্ডনের পথে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার (১৫ মে) সকালে লন্ডনের উদ্দেশে রওনা হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বঙ্গভবনের কর্মকর্তারা।
পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-জিরো জিরো ওয়ান ফ্লাইটে করে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। সেখানে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে জানিয়েছে বঙ্গভবন।
স্বাস্থ্য পরীক্ষা ও সেবা গ্রহণ শেষে আগামী ২৬ মে রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.