বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বুধবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটযোগে সন্ধ্যা ৬ টায় তিনি ঢাকায় পৌঁছান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
ওবায়দুল কাদের গত ২ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুর যান। তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান।
এর আগে ২০১৯ সালে দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসা নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপরেও একাধিকবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যেতে হয়েছে তাকে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.