স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
বলেছেন, বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে গত তিন-চারদিন ধরেই মাইদুল ইসলাম জ্বরে ভুগছিলেন। গতকাল রোববার তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়।
পরে সোমবার পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভের বিষয়টি তাকে জানানো হয়।
বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা মাইদুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদানের আগে দীর্ঘদিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। করোনা দুর্যোগের শুরু থেকেই তিনি নিয়মিত তার দায়িত্ব পালন করছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.