প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর মিছিল ঠেকলো ৪২৫ জনে। ৩ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সর্বশেষ একদিনে ৩ হাজার জনের বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এমন খবর প্রকাশ করেছে বিবিসি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, যেখান থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিলো সেই হুবেই প্রদেশ এ ভাইরাস আক্রান্ত হয়ে সোমবার একদিনে মারা গেছে ৬৪ জন।
এই করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে চীনের বাহিরে ১৫০ জনের বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ফিলিপাইনে একজন মারা গেছে, চীনের বাহিরে করোনাভাইরাসে এটাই ছিলো প্রথম মৃত্যু।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তাদের রাষ্ট্রীয় ব্যবস্থপনার ‘স্বল্পতা ও ঘাটতি’র কথা স্বীকার করেছে চীনের শীর্ষ নেতৃত্ব। দেশটির পলিটব্যুরো স্থায়ী কমিটি জানায়, তাদের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে আরো উন্নতি করতে হবে। একই সঙ্গে দেশটির যে বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই বণ্যপ্রাণী মার্কেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.