বাদ পড়েছেন গত কমিটির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। ৩ সাংগঠনিক সম্পাদক, ১ জন যুগ্ম সম্পাদকসহ বেশকিছু সম্পাদক এবং উপ-সম্পাদক পদধারীদের পদোন্নতি দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কেন্দ্রীয় ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক সাবেক ছাত্রনেতাকে স্থান দেয়া হয়েছে কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটিতে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটি বিষয়ে এমনটাই নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র।
সূত্র মতে, গত সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রস্তাবিত কমিটি তুলে দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
আরও পড়ুন
রাস্তায় দুই যানের সংঘর্ষে শিক্ষিকা ও শিশু নিহতকরোনাভাইরাস: ৫৪০০০ বন্দিকে ছেড় দিচ্ছে ইরানএকই পরিবারের ৭ সদস্য ও তিন কুকুর অসুস্থ, দুই কবুতরের মৃত্যু
প্রধানমন্ত্রী কমিটি দেখার পর অনুমোদনের সবুজ সংকেত দিয়েছেন। এসময় সংগঠনটির দুই শীর্ষ নেতা কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে সিসি কমিটি (সেন্ট্রাল কমিটি) কমিটি গঠনের নির্দেশ দেন।
জানতে চাইলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ আমার সংবাদকে বলেন, বর্ণাঢ্য আয়োজনে আমাদের সম্মেলন হয়েছে। একটি সংগঠনের সম্মেলন মানেই নতুন নেতৃত্ব। স্বাভাবিকভাবেই পূর্ণাঙ্গ কমিটিতে নতুন মুখ রাখা হয়েছে।
তবে এক্ষেত্রে ৮০ শতাংশই সাবেক ছাত্রলীগ নেতা। দ্রুত সময়ের মধ্যে ইসি এবং সিসি দুটো কমিটিই আমরা দিতে পারবো আশা করছি। প্রস্তাবিত ইসি কমিটিতে নতুন মুখ যেমন রাখা হয়েছে ঠিক তেমনি বাদ দেয়া হয়েছে গত কমিটির বেশকিছু নেতাকে। যারা অনেকে গত কমিটির প্রভাবশালী নেতা ছিলেন।
গত সম্মেলনে শীর্ষ পদে আসতে প্রার্থী হয়েছিলেন অনেকে। বিদায়ী কমিটির সহ-সভাপতি বাদ পড়েছেন ৭ জন। পদ পাননি সাবেক দুই সাংগঠনিক সম্পাদক।
এরা হলেন— শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা। তবে নতুন কমিটিতে আসতে বায়োডাটা জমা দেননি এ দুই নেতা। তৎপরতাও চালাননি বলে জানা গেছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে বহাল আছেন— মতিউর রহমান মতি, ম. আব্দুর রাজ্জাক, নির্মল চ্যাটার্জী, মজিবুর রহমান স্বপন, তাপস পাল, কাজী শহিদুল্লাহ লিটন।
সহ-সভাপতি পদে পদোন্নতি পেয়েছেন সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, সুব্রত পুরুকায়স্থ, দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি দেবাশিস বিশ্বাস, প্রচার সম্পাদক শামীম শাহরিয়ার।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা উত্তর মহানগর শাখার সভাপতি মোবাশ্বের হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক একেএম আজীম, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল। সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদক পদে আনা হয়েছে নতুন মুখ।
এর মধ্যে রয়েছেন— ঢাকা উত্তর মহানগর শাখা কমিটির সাধারণ সম্পাদক কাউন্সিলর ফরিদুর রহমান ইরান, ঢাকা দক্ষিণ মহানগর শাখা কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক নাফিউল করিম নাফা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কেন্দ্রীয় নেতা ও দোহার উপজেলা চেয়ারম্যান নুর ইসলাম রাজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্যা, আবিদ আল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব হাসান, শাহজালাল মুকুল।
দপ্তর সম্পাদক পদোন্নতি পেয়েছেন সাবেক উপ-দপ্তর সম্পাদক আজিজুল হক আজীজ। প্রচার সম্পাদক হয়েছেন সাবেক সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম বিটু।
এছাড়া আন্তর্জাতিক সম্পাদক পদে আক্তারুজ্জামান মিলন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, ক্রীড়া সম্পাদক পদে ফয়সাল হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন বিপুল, সাংস্কৃতি সম্পাদক পদে আবুল বাশারকে রাখা হয়েছে।
উপ-সম্পাদকীয় পদ পেয়েছেন— দেলোয়ার হোসেন, ফারুক হোসেন মুন্না, রাজিব মজুমদার নাজিম প্রমুখ।
এছাড়া সদস্যসহ বেশকিছু পদে প্রাধান্য পেয়েছেন সাবেক ছাত্রনেতরা। ১টি যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪টি পদ খালি রাখা হয়েছে।
গত ১৬ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হিসেবে নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু দায়িত্ব পান।
এর আগে ক্যাসিনোসহ অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দলীয় পদ থেকে অব্যাহতি পান সংগঠনটির তৎকালীন সভাপতি মোল্যা আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.