বিশ্ববিদ্যালয় পরিক্রমা প্রতিবেদক : ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে শ্রদ্ধা জানাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জনতার ঢল নেমেছ। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকেই স্টেডিয়ামে আসতে শুরু করেন তার দীর্ঘদিনের সহকর্মী-শুভাকাঙ্ক্ষীরা।
সবার প্রিয় ‘আবেদ ভাই’কে একনজর দেখতে আর্মি স্টেডিয়ামে রীতিমতো ভিড় লেগেছে। হাজার হাজার মানুষ লাইন ধরে স্টেডিয়ামে প্রবেশ করছেন। সকাল সাড়ে ১০টায় স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে আনা হবে।
রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণী-পেশার মানুষ এসেছেন ফজলে হাসান আবেদকে শ্রদ্ধা জানাতে।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ আর্মি স্টেডিয়ামে রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে স্টেডিয়ামেই মরহুমের জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে দুপুর ১টায় বনানী কবরস্থানে দাফন করা হবে সর্বজন শ্রদ্ধেয় এ ব্যক্তিত্বকে।
এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, তিন নাতি-নাতনিসহ বিশ্বজুড়ে কোটি কোটি শুভানুধ্যায়ী রেখে গেছেন
।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.