পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রোববার রাতে ঢাকায় পৌঁছান তিনি।
এর আগে হজ পালনের জন্য সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পরই হজের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর ছুটি চেয়ে চিঠি দিয়েছিলেন মুশফিক। বিসিবিও দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের ছুটি মঞ্জুর করে।
উল্লেখ্য, গত ১ জুলাই পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের উদ্দেশে রওনা করেন মুশফিক। সেখানে গিয়ে ইহরাম বাঁধা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেন মুশফিক। কাবা শরিফের সামনে সেই ছবি তুলেছিলেন মুশফিক। এরআগে বাংলাদেশের সাবেক এ অধিনায়ক ওমরাহ পালন করলেও হজ পালন করছেন এবারই প্রথম।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.