বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : মঙ্গলবার (২০ আগস্ট) এডিস মশার কার্যকর ওষুধ নিয়ে দুই সিটি করপোরেশনের প্রতিবেদন পাওয়ার পর এ মন্তব্য করেন হাইকোর্ট
হাইকোর্ট বলেছেন, “এডিস মশা নিয়ন্ত্রণে যে ব্যবস্থাই নেওয়া হচ্ছে তাতে কেউ বাঁচছে না। যারা বেঁচে যাচ্ছে, তাদের আল্লাহই বাঁচাচ্ছে।”
মঙ্গলবার (২০ আগস্ট) এডিস মশার কার্যকর ওষুধ নিয়ে দুই সিটি করপোরেশনের প্রতিবেদন পাওয়ার পর হাইকোর্ট এ মন্তব্য করেন।
এসময়, ডেঙ্গু প্রতিকারে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন হাইকোর্ট।
দক্ষিণ সিটি করপোরেশন জানায়, মঙ্গলবার থেকেই নতুন ওষুধের প্রয়োগ শুরু হচ্ছে। অন্যদিকে, নতুন মশার ওষুধ অধিক কার্যকরী বলে হাইকোর্টকে জানায় উত্তর সিটি করপোরেশন।
এরআগে, গত ৫ আগস্ট ভারত থেকে আনা হয় এডিস মশা মারার ওষুধের নমুনা। প্রায় ৪৮ ঘণ্টা ধরে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.